মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট,নতুন অধ্যায়ে বাংলাদেশ

    0
    560

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মে,ডেস্ক নিউজঃ সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ কক্ষপথের দিকে ছুঁটে চলেছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। শনিবার (১২মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশের পথে উড়াল দেয় বঙ্গবন্ধু-১। এই সফল উৎক্ষেপণের ফলে রাষ্ট্রপতি আলহাজ্জ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

    আজকের এই দিনে সৃষ্টি হলো এক নতুন ইতিহাসের। প্রায় ১৭ কোটি প্রাণের বাংলাদেশ ঢুকে পড়লো নতুন একটি দিনে যার মাধ্যমে শুরু হলো এক নতুন অধ্যায়। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠালো বাংলাদেশ।

    উৎক্ষেপণের ৮ দিন পর স্যাটেলাইটটি অরবিটাল স্লটে প্রতিস্থাপিত হয়ে সংকেত পাঠাতে শুরু করবে। সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের মাঝামাঝি থেকে স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

    বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে ২৬টি ‍কু-ব্যান্ড ট্রান্সপন্ডার ও ১৪টি সি-ব্যান্ড ট্রান্সপন্ডার রয়েছে। এটি সক্রিয় হলে দেশের টেলিভিশন ও ব্রডব্যান্ড যোগাযোগে,টেলিমেডিসিনসহ বিভিন্ন আধুনিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। এ স্যাটেলাইটের কারণে ৩ ধরনের সেবা ও ৪০ ধরনের সুফল পাবে দেশবাসী।