মন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি

    0
    523
    মন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি
    মন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি

    কাপাসিয়া (গাজীপুর), ০২ মে : দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি সরকারের মন্ত্রী পরিষদের একজন সদস্য হচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সিমিন হোসেন রিমি এমপি’র এলাকা গাজীপুর-৪ কাপাসিয়া উপজেলায় এখন মন্ত্রীত্বের বিষয়টি চাওর হচ্ছে নেতাকর্মী সাধারণ মানুষের মুখে। মন্ত্রী পরিষদের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের স্পিকার হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে যে, এমপি রিমিকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। আর এ বিষয়টি কাপাসিয়া উপজেলার সর্বস্তরে এখন আলোচনার বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা জানান, খুব শীগ্রই মন্ত্রী পরিষদে একটি রদবদল হচ্ছে। আর এ রদবদলের সময় বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি মন্ত্রী হচ্ছেন।
    তিনি আরও জানান, ‘আমরা চাই রিমি আপা মন্ত্রী হউক। তিনি মন্ত্রী হলে কাপাসিয়ার জনগণ খুব খুশি হবে। তবে এ ব্যাপারে একমাত্র প্রধানমন্ত্রীর এখতিয়ার কাকে মন্ত্রী বানাবেন।’ তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নয়, একজন সাধারণ কর্মী হিসেবে দাবী জানাই রিমি আপা মন্ত্রী হউক।’
    আওয়ামী লীগের কেন্দ্রীয় ওই নেতা আরো বলেন, কেন্দ্রীয়ভাবে জানতে পেরেছি খুব শিগ্রই বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি এমপি মন্ত্রীত্ব পাচ্ছেন।’
    এ ব্যাপারে সিমিন হোসেন রিমি এমপি এ প্রতিনিধিকে বলেন, ‘আমি কিছুই জানিনা। তবে মন্ত্রী হওয়ার ভাসনা আমার নেই।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রীত্ব ছাড়া যদি জনগণের সেবা করা যায়, তাতেই আমি খুশি।’
    প্রধানমন্ত্রী এমপি নমিনেশনের মত যদি মন্ত্রীত্ব এনে হাতে দেন তবে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন আমি এ মুহুর্তে মন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত নই। তবে প্রধানমন্ত্রীর বিষয়টি আলাদা।’
    কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদি রিমি আপাকে মন্ত্রী বানান তাহলে আমরা কাপাসিয়াবাসী ধন্যবাদ জানাবো।’ তিনি বলেন, ‘সরকারের মেয়াদ শেষের দিকে মন্ত্রী হয়ে এলাকার উন্নয়ন করবেন।’
    গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট আমানত হোসেন খান বলেন, ‘রিমি আপা মন্ত্রী হবেন এটাতো খুশির খবর। আমি আশা করি রিমি আপা মন্ত্রী হয়ে দলমত নির্বিশেষে কাপাসিয়ার উন্নয়ন করবেন।’
    কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম বলেন, ‘তাজউদ্দীন পরিবারে মন্ত্রীত্ব বড় কিছু নয়। জনগণের সেবা করাই বড় কথা। এই পরিবারের বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ দেশে প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর ছোটভাই ও ছেলে মন্ত্রী ছিলেন।’
    কাপাসিয়া উপজেলা যুবলীগ নেতা খন্দকার সেলিম জানান, ‘রিমি আপা মন্ত্রী হবেন, এটাতো মহা খুশির কথা।’
    এদিকে বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি মন্ত্রী হচ্ছেন এমন খবরে কাপাসিয়ার নেতাকর্মী, সাধারণ জনগণের মাঝে উৎসাহ, উদ্দিপনা বিরাজ করছে। তারা অধির আগ্রহে রয়েছেন কখন সিমিন হোসেন রিমি মন্ত্রী হিসেবে শপথ নিবেন এ আশায়।
    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় একটি সূত্র জানায়, মন্ত্রী পরিষদের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের স্পিকার হওয়ায় তার স্থলাভিসিক্ত হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, এদেরমধ্যে সিমিন হোসেন রিমি এগিয়ে রয়েছেন।