মন্ত্রিসভার প্রথম বৈঠকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    0
    252

    আমারসিলেট24ডটকম,১৬জানুয়ারীঃনবগঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশগঠনে তার লক্ষ্য তুলে ধরে মন্ত্রীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী নতুন সরকারের করণীয় ও দিক-নির্দেশনাসমূহ মন্ত্রীদের সামনে তুলে ধরেন।  আজ বৃহস্পতিবার সদ্যসমাপ্ত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

    তৃতীয়বারের মতো এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। ১০টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সরকার গঠনের ৫ দিনের মধ্যেই প্রথম বৈঠকে বসেছে নতুন মন্ত্রিপরিষদ। গত ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে ৪৯ সদস্যের নতুন সভা শপথগ্রহণ করেন। একইদিন মন্ত্রিদের দফতরও বন্টন হয়। আর ৫ দিনের মাথায় মন্ত্রিসভা প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসলো।

    এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া জানান, সাধারণত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। কিন্তু আজ বৃহস্পতিবারই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে।