মধ্যরাতে থেকে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণার সময়সীমা

    0
    179

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ প্রথমবারের মত দেশে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে দেশজুড়ে।

    নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী’র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচনী প্রচারের সময় শান্তিপূর্ণ এবং অনিয়ম দু’ধরণের ঘটনাই দেখতে পেয়েছেন তারা।

    তিনি বলেছেন, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ এবং ভালো পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা।

    সেসব জায়গার নির্বাচনী আচরণবিধি নিয়েও বড় কোন অভিযোগ শোনা যায়নি।তবে, সেই সঙ্গে দেশের অনেক জায়গায় সহিংসতা এবং অনিয়মের ঘটনা দেখতে পেয়েছেন তারা।

    মিজ মুর্শিদ বলছেন, প্রাক নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক নয়।কারণ ভোটারদের মধ্যে এক ধরণের আশংকা রয়েছে।

    এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোন শক্ত ব্যবস্থা নিতে পারে, তাহলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে।আগামী বুধবার ৩০শে ডিসেম্বর পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই স্থানীয় নির্বাচনে ভোটারদের ওপর জাতীয় রাজনীতির পুরো প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন মির্জা মুর্শিদ।কারণ এখানে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

    নিয়ম অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে।ফলে আজ সোমবার দিবাগত মধ্যরাতেই প্রার্থীদের সব ধরণের প্রচারণা বন্ধ করতে হবে।সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।