মদন মোহন জিউর বিগ্রহ আখড়ায় হরিনাম মহাযজ্ঞ

    0
    254

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬নভেম্বর,শংকর শীল,চুনারুঘাট থেকেঃ   হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামে শ্রী শ্রী মদন মোহন জিউর বিগ্রহ আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ এই তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ১০ দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় এবার ও বিভিন্ন ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হতে যাচ্ছে।
    এদিকে আয়োজক কমিটি সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন৷ এবছর নিয়ে ৫ বছর পূর্ণ হবে। এ নামযজ্ঞ অনুষ্ঠানে পুরোহিত করবেন -মদন মোহন জিউর আখড়ার সেবাহেত শ্রী পরমানন্দ বৈষ্ণব। অনুষ্ঠান আয়োজনের মধ্যে – ১১ নভেম্বর শনিবার থেকে ১৭ নভেম্বর শুক্রবার  পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত শ্রীমদ্ভাগবতগীতা ও ভাগবত পাঠ। রাত ৮ টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ১৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় শ্রীমদ্ভাগবতগীতা ও ভাগবত পাঠ পরিবেশনায় – শ্রীযুক্ত দীপক ভট্টাচার্য্য চান্দঁপুর চা – বাগান, শ্রীযুক্ত সুবীর দেব চুনারুঘাট, রাত ৯.৩০ মিঃ সময়ে কবি গান পরিবেশনায় –  বাউল কবি শ্রী গোরাঙ্গ পাল ও শ্রী খোকমনি দেবনাথ, রাত ১০ টায় ষোরশ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস পরিবেশনায় – শ্রীযুক্ত বিনয় সূত্রধর চুনারুঘাট, ১৮ নভেম্বর শনিবার ব্রহ্ম মূহুর্তে ষোরশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন শুভারম্ভ।

    হরিনাম সংকীর্তন পরিবেশনায় – জয় জগদানন্দ সম্প্রদায় পিরোজপুর, কমল কৃষ্ণ সম্প্রদায় খুলনা, নব শিব মন্দির সম্প্রদায় মাগুরা, মদন মোহন সম্প্রদায় চট্টগ্রাম, গৌরভক্ত সম্প্রদায় তেলিয়াপাড়া। ১৯ নভেম্বর রবিবার বেলা ১২.৩০ মিঃ সময়ে শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ, দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, ২০ নভেম্বর সোমবার উষালগ্নে নগর পরিক্রমা, সকাল ১০ দধিভান্ডভঞ্জন তৎপর উৎসব সমাপন। উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সক্রিয় ভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো।