মণিপুরী মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম প্রোগ্রাম 

    0
    533

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মে,শাব্বির এলাহী : মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের এমএলই গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা উন্নয়ন কমিটির আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর সহযোগিতায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমিতে ৫টি স্কুলের ৬৫ জন শিক্ষার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। সন্ধ্যায় মণিপুরী শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা উন্নয়ন কমিটির কেন্দ্রীয় সভাপতি প্রবীন শিক্ষাবিদ রসমোহন সিংহের সভাপতিত্বে ও মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস কুমার সিংহের স ালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এসআইএল ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর ভাষা ও শিক্ষার টিম লিডার আল্পনা জয়ন্তী কুজুর, টিম লিডার-ডেভেলপমেন্ট সুমা বিবেরু, ম্যানেজার কমিউনিকেশন জাফেট মিহির চৌধুরী, ভাষা ও শিক্ষা অফিসার সংগীতা ফ্লোরেন্স, খোকন মুরমু, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা উন্নয়ন কমিটির সহ সভাপতি রুপেন্দ্র কুমার সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ, মণিপুরী নেতা অক্ষয় সিংহ।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক রাধাকান্ত সিংহ, জয়ন্তী রানী সিনহা, শিক্ষার্থী শ্রাবন্তী সিনহা ও সুশান্তি সিন্হা। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন বিজন সিংহ। অনুষ্ঠানে মাধবপুর, ঘোড়ামারা, তিলকপুর, কালারায়বিল ও ভানুবিল স্কুলের ৬৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

    ছোট ছোট ছাত্র-ছাত্রীদের সমবেত সংগীত পরিবেশনার পর প্রজেক্টরের মাধ্যমে এসআইএল ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর কার্যক্রম প্রদর্শিত হয়। সবশেষে মণিপুরী শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় ৭টি স্কুল পরিচালনা করে আসছে এসআইএল ইন্টারন্যাশনাল-বাংলাদেশ।