মঙ্গলের পথে রওনা ভারতীয় মহাকাশ যান

    0
    225

    আমার সিলেট  24 ডটকম,০৬নভেম্বরঃ অবশেষে মঙ্গলে পাড়ি জমাল ভারতের মহাকাশযান।স্থানীয় সময় ২ টা ৩৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মঙ্গলের পথে রওনা দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) মঙ্গলযান।এই যানকে পাড়ি দিতে হবে প্রায় ১০ মাসের পথ। বিজ্ঞানীরা বলছেন, সব ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর নাগাদ যানটি মঙ্গলের কক্ষপথে পৌঁছে তার কাজ শুরু করতে পারবে ।গত ২৮ অক্টোবরেই এ মহাকাশযান পাঠানোর কথা ছিল। কিন্তু প্রশান্ত মহাসাগরে বিরূপ আবহাওয়ার কারণে অভিযান পিছিয়ে দেয়া হয়।

    মানুষবিহীন এ মঙ্গলযান নির্মাণে প্রায় সাড়ে ৪শ’ কোটি ভারতীয় রুপি ব্যয় করা হচ্ছে ।আইএসআরও থেকে জানিয়েছে, মঙ্গলযান মঙ্গলের চারদিকে একটি উপবৃত্তকার কক্ষপথে গ্রহটিকে প্রদক্ষিণ করবে। এতে ১৫ কেজি ওজনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি থাকবে।এসব যন্ত্রপাতি দিয়ে মঙ্গল গ্রহে প্রাণ, আবহাওয়া, ভূতত্ত্ব, গ্রহটির উৎপত্তি ও বিবর্তন এবং গ্রহটিতে প্রাণের টিকে থাকার সামর্থ্য পরীক্ষা করা হবে।আগে ২০১১ সালে এশিয়ার প্রথম প্রতিনিধি হিসেবে চীন মঙ্গলে মহাকাশযান পাঠানোর চেষ্টা করলেও সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।ভারতের মঙ্গল অভিযান সফল হলে বিশ্বে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের সফল মঙ্গল অভিযানের পর ভারত চতুর্থ অবস্থান দখল করে নিতে পারবে।