ভয়াবহ হারিকেনের আঘাতে আমেরিকায় সাগরের পানি উধাও

    0
    299

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১সেপ্টেম্বর,ডেস্ক নিউজঃ   স্মরণকালের ভয়াবহ হারিকেন ইরমার আঘাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলের সৈকতের পানিও উধাও হয়ে গিয়েছে। এর আগে শনিবার ক্যারিবিয়ান অঞ্চলে বাহামার লং আইল্যান্ড দ্বীপেও ইরমার আঘাতে পানি সরে যাওয়ার ঘটনা ঘটেছিল। ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুইবার এ ধরনের ঘটনা ঘটায় ভীষণ অবাক দুই অঞ্চলের স্থানীয় মানুষজন।

     ক্যাটাগরি ৫ মাত্রার এই হারিকেনে ইতোমধ্যেই ২৪ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এই বিরল ঘটনার কারণ হিসেবে বলা হচ্ছে যে,শক্তিশালী হারিকেন ও নিম্নচাপে দরুন সৃষ্ট ঝরে সৈকতের পানি শুষে ঝরের কেন্দ্রের দিকে নিয়ে যায়।
    এধরনের ঝর কিছু ঘণ্টা বা এমনকি দিনের জন্য একটি সমুদ্রের আকৃতি পরিবর্তন করতে পারে। ট্যাম্পা সাগরের সৈকতের একটি ভিডিও থেকে দেখা যায় যে সেখানকার পানি শুষে নেয়া হয়েছে।দ্যা আটলান্টিক ওয়েবসাইট অবম্বনে ইত্তেফাক।