ভূমিকম্পে অন্তত ১৬০ জনের মৃত্যুঃএর সংখ্যা বাড়তে পারে

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬অক্টোবরঃ আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এর সংখ্যা বাড়তে পারে বলে আন্তর্জাতিক মহল  আশঙ্কা করছেন।

    পাকিস্তানঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারসহ বিভিন্ন স্থানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ১৩০ জন। আহত হয়েছে আরও কয়েকশ’। এ ছাড়া ভূমিকম্পের ফলে অনেক বাড়িঘর ও ভবন ধসে পড়েছে।

    আফগানিস্তানঃ রয়টার্সের খবরে জানানো হয়, ভূমিকম্পে আফগানিস্তানে কমপক্ষে ১৭ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। তাখারের তালোকান শহরের একটি বিদ্যালয়ে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ থেকে করে বের হতে গিয়ে ১২ ছাত্রী নিহত হয়েছে।

    ভারতঃ এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের দিল্লি, কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবেও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে।

    বাংলাদেশঃ বাংলাদেশের  ঢাকা সিলেট সহ বেশ কয়েকটি এলাকায়ও এ ভূকম্পন অনুভূত হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী,  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। অবশ্য শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭.৭ ছিল বলে জানানো হয়।

    দেশে অনুভূত সোমবার বিকাল সোয়া তিনটার দিকে ঘটে যাওয়া শক্তিশালী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ২১৩.৫ কিলোমিটার গভীরে।