ভারত থেকে সীমান্ত পথে আসা মটর সাইকেল পুলিশের হাতে আটক

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মে,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে চোরাইপথে আনা একটি পালসার মটর সাইকেল আটক করেছে থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানায়- চোরাকারবারীদের বড় একটি চক্র দির্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে মটর সাইকেল সহ বিভিন্ন ধরনের পাস ও বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ বাংলাদেশে প্রবেশ করছে।

    এগুলো প্রতিহত করতে পুলিশ নিয়মিত অভিযান করে আসছে। গত ৩ মে রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা মিনাটিল ও ঝিঙ্গাবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে ভারতীয় একটি পালসার মটর সাইকেল আসার সংবাদ পেয়ে কেন্দ্রী টু ৪নং বাংলা বাজার রোডে পুলিশ অবস্থান নেয়।

    পরক্ষনে একটি ভারতীয় মটর সাইকেল আসাতে দেখে গতিরোধ করা হলে চালক পুলিশ দেখে কোন উপায়ান্ত না পেয়ে পালসার মটর সাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এদিকে জৈন্তাপুর মডেল থানার এস আই মিন্টু সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন। বর্তমানে সাইকেলটি থানায় রয়েছে। আইনি সব ধরনের কার্যক্রম শেষে বিষয়টি উদ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

    এবিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক জানান- গোপন সাংবাদের ভিত্তিত্বে জানতে পারি কেন্দ্রী টু ৪নং বাংলাবাজার রোড দিয়ে একটি ভারতীয় মটর সাইকেল পাচার হচ্ছে। সংবাদের ভিত্তিত্বে অভিযান করে সাইকেলটি আটক করি থানায় নিয়ে আসি। উর্দ্বতন কর্তৃপক্ষেকে অবহিত করে সাইকেলটি থানা কাষ্টুরিতে রাখা হয়েছে। এদিকে তিনি আরও বলেন ভারত হতে সীমান্ত পথে আসা মদ, ফেন্সিড্রিল সহ মটর সাইকেল আনা বন্ধ করতে থানায় যোগদানের পর থেকে অভিযান অব্যাহত রেখেছি আর অব্যাহত থাকবে।