ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশীকে ফেরত দিয়েছে

    2
    252

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মার্চ,এম ওসমানঃ বেনাপোল : বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার রাতে ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসেন। তারা হলেন, বাগেরহাটের বাবুল শেখের ছেলে তরিকুল ইসলাম (১৭), কুষ্টিয়ার মল্লিক মন্ডলের ছেলে লিটন মন্ডল (১৮), আনিসুর মাস্টারের ছেলে মামুন মনির হোসেন (২৩), আলতাফ মন্ডলের ছেলে বুদু মন্ডল (৪২), কক্সবাজারের আলী আহম্মদের মেয়ে জেসমিন (১৭), চট্টগ্রামের মরজেল হোসেনের মেয়ে আছমা (১৮), নোয়াখালীর চরজব্বর থানার চরপদা গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাবুল হোসেন (২২) ও ময়মনসিংহের যৌতুক গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর আলম মোল্লা (১৫)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এদের মধ্যে ৭জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি যশোর শাখা ও আলমগীর আলম মোল্লাকে ঢাকা আহসানিয়া মিশন নামে একটি এনজিও সংস্থার কর্মকর্তারা গ্রহণ করেন। পরবর্তীতে এই সংস্থার মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ফেরত আসা ৮বাংলাদেশীকে দালাল চক্রের সদস্যরা ভাল কাজের কথা বলে বিভিন্ন সময় সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে তাদের সেখানে ফেলে পালিয়ে আসে। এ সময় অবৈধ প্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ‘লিলুয়া হোম’ নামের একটি স্বেচ্ছাসেবী এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা বুধবার দেশে ফেরত আসেন।