ভারতে পাচার হওয়া ৮ নারী-শিশুকে দেশে ফেরত

    0
    133

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জুলাই,এম ওসমানঃ বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ শেষে পাচার হওয়া ৮ বাংলাদেশী নারী-শিশুকে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

    ফেরত আসা নারী-শিশুরা হলেন, সাতক্ষীরার রেবা রানী (৩০), উষা রানী সরকার (২৫), সুজাতা সরকার (২৫), খুলনার হাওয়া বেগম (৩৭), বাগেরহাটের মোরেলগঞ্জের ফারুকের ছেলে রিয়াজুল শেখ (১৫), নারায়ণগঞ্জের ফতুল্লার সামসুল হকের ছেলে হাবিবুর রহমান (১৬), নরসিংদীর কালিবাজার এলাকার হরিস খানের ছেলে কৃষ্ণা খান (১৫) ও রাজশাহীর মোহনপুর উপজেলার বুনিয়ার ছেলে সবুজ সুজন (১৪)।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান জানান, দালালের খপ্পড়ে পড়ে ৬ বছর আগে দেশের বিভিন্ন সীমান্তের অবৈধ পথে এরা ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। ভারতের এনজিও সংস্থা কিশোলয় ও লিগ্যাল এইডস অ্যান্ড ট্রেনিং সেন্টার তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা নারী-শিশুদের পোর্ট থানা পুলিশের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

    বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট নাসিমা আক্তার জানান, এক সপ্তাহের মধ্যে ফেরত আসা নারী-শিশুদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের কেউ যদি পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে চাইলে তাদের আইনগত সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।