ভারতে পাচার হওয়া ৪ বছর পর দেশে ফিরল ২ যুবক

    0
    237

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জুন,এম ওসমান:ভারতে পাচার হওয়ার দীর্ঘ ৪ বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ২ যুবক। ভালো চাকুরীর প্রলোভনে পড়ে এরা ভারতে পাচার হয়। পরে সেখানে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ ৪ বছর কারাভোগ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার (২১জুন) দুপুর দেড়টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরত আসে।

    দেশে ফেরত আসারা হলেন- সুনামগঞ্জের সৈয়দ মকবুলের ছেলে স্বাধীন (৩৮) ও আসাদ্দার আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫)।

    এদিন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্য (ওসি) আসলাম খান জানায়, সংসারে অভাব অনটনের কারনে এরা দালালের মাধ্যমে ৪ বছর আগে ভারতে যায়। পরবর্তীতে দালালরা তাদের ফেলে পালিয়ে আসলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে ৪ বছর কারাভোগ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে এরা স্বদেশে ফেরত আসে।