ভারতে পাচার হওয়া ৩ নারী ১৪ বছর পর দেশে ফিরল

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,মে,এম ওসমানঃ ভারতে পাচার হওয়ার ১৪ বছর পর ৩ নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে তাদের তুলে দেওয়া হয়।

    ফেরত আসা নারীরা হলেন, খুলনার ইমান আলীর মেয়ে মাহফুজা (৩৫), ফরিদপুরের মহিম শাহাজুদ্দিনের মেয়ে জোহরা খাতুন (৫৬) ও সাতক্ষীরার শেখ নেসার আলীর মেয়ে মনু শেখ (৪৭)।  তাদের ভারতের মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, নারীদের খুলনা মিশনারি অব চ্যারিটির কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই সংগঠন তাদের নিজ বাড়িতে পৌঁছে দিবে।

    মাদার তেরেসার কর্মকর্তা সিস্টার জুলেট এমসি জানান, ৩ নারী এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি। খুলনাতে তাদের চিকিৎসা শেষে স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।