ভারতে পাচার হওয়া ২ বছর পর ৩ তরুনীকে ফেরত

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯অক্টোবর,এম ওসমান: ভারতে পাচার হওয়া ২ বছর ৩ তরুণীকে উদ্ধারের পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বুধবার (২৮ অক্টোবর) রাতে ভারতের পেট্রাপোল  ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট ক্যাম্প বিজিবি সদস্যদের কাছে তাদের সোপর্দ করে। ফেরত আসা তরুণীরা ঢাকা, নারায়ণগঞ্জ ও দিনাজপুর জেলার বাসিন্দা।

    বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল হোসেন জানায়, দালালের ফাঁদে পড়ে ভালো কাজের প্রলোভোনে সীমান্ত পথে বিভিন্ন সময় এ ৩ তরুণী ভারতে যায়। পরবর্তীতে দালালরা তাদের কাজ না দিয়ে একটি বাড়িতে আটকে রাখে।

    খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে তাদের ঠিকানা সংগ্রহ করে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য পাঠায় ওই এনজিও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকানা যাচাই করে তরুণীদের দেশে ফিরে আনার ব্যবস্থা করে।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বলেন,  জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর কর্মকর্তা তরিকুল ইসলাম ফেরত আসা তরুণীদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কাছ থেকে গ্রহণ করেছেন।