ভারতে পাচার হওয়া শিশুসহ নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জানুয়ারী: অবৈধপথে ভারতে পাচার হওয়া শিশুসহ ২৯ বাংলাদেশী নারী-পুরুষকে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি’ব হস্তান্তর করেছে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার সীমান্তবর্তী বনগাঁও এলাকায় বিএসএফ’র হাতে আটক হয় শিশুসহ ২৯ বাংলাদেশী নারী-পুরুষ। বিএসএফ তাদের কারাগারে না পাঠিয়ে রোববার বিজিবির কাছে হস্থান্তর বরে।

    তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮জন নারী, ১৭জন পুরুষ ও ৪টি শিশু রয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এদের সীমান্ত পথে পাচার করে ভারতে নিয়ে যায়।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোটর্ থানায় মামলা হযেছে ।রোববার বিকালে যশোর আদালতে পাঠানো হবে।