ভারতে পাচার হওয়ার ৩ বছর পর দেশে ফিরলেন স্বপ্না

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জুলাই,এম ওসমান:তিন বছর পর ট্রাভেল পরমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ভারতে অনুপ্রবেশের দায়ে আটক স্বপ্না বেগম (৩০) নামে এক নারী।সোমবার (২০ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষ করে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তিন বছর আগে সাতক্ষীরার মোসলেম উদ্দিনের মেয়ে স্বপ্নাকে অবৈধ ভাবে সীমান্ত পথে ভারতে নিয়ে যায় দালাল চক্র। এসময় ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশের পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। সেখানে কিছু দিনের সাজাও হয় তার। সাজার মেয়াদ শেষে ভারতের একটি এনজিও তাকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে আশ্রয় দেয়।

    এনজিওটি তাকে স্বদেশে ফেরত পাঠাতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। এর পরিপ্রেক্ষিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে সোমবার রাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

    তিনি আরো জানান, আমাদের হেফাজতে দেওয়ার পর মেয়েটিকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে। তারাই তাকে স্বজনদের কাছে পৌঁছে দেবে।

    উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও ভারতের ওই এনজিও এসব ব্যাপারে একসঙ্গে কাজ করে থাকে।