ভারতে পাচারের ১ বছর পর ৪ নারীকে দেশে ফেরত

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮সেপ্টেম্বর,এম ওসমান: ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি নারীকে ১ বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের সোপর্দ করেন।

    ফেরত আসা নারীরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার সবুর ফকিরের স্ত্রী করিনা খাতুন (৪৬), শরীফ বিশ্বাসের স্ত্রী সাথি বেগম (২৫), জামাল উদ্দিনের স্ত্রী শাহিদা বেগম (৫০) ও লোহাগড়া উপজেলার ইকবাল খন্দকারের স্ত্রী নাসিমা খাতুন (২৬)।

    তারা জানান, সংসারে অভাব-অনটনের কারণে দালালের পরামর্শে ভালো কাজের সন্ধ্যানে বিভিন্ন সময় তারা ভারতে যান। কিন্তু  দালালচক্র তাদের কাজ না দিয়ে ফেলে পালিয়ে আসে। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।

    এরপর কলকাতার নিলুয়া হোম নামে একটি এনজিও তাদের মুক্ত করে নিজেদের হেফাজতে নেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তারা দেশে ফেরত আসেন।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান,  কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে নারীদের তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করবে।

    বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা অ্যাডভোকেট নাসিমা খাতুন বলেন, ফেরত আসা নারীদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো নারী পাচারকারীদের নামে মামলা করতে চাইলে তাকে সহায়তা করা হবে বলেও তিনি জানান।