ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের পদত্যাগ

    0
    219

    আমারসিলেট24ডটকম,০১এপ্রিলঃ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পদত্যাগ করেছেন। সোমবার রাতে দূতাবাসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পররাষ্ট্র দপ্তরে দীর্ঘ ৩৭ বছর চাকরির পর অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাওয়েল।
    তিনি পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে নিজ বাড়িতে থাকবেন।
    পাওয়েলের পদত্যাগের কারণ নিয়ে কিছু বলেনি মার্কিন সরকার। তবে দিল্লীতে এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, আমেরিকার ধারণা নরেন্দ্র মোদি এ বার ক্ষমতায় আসতে পারেন। এক্ষেত্রে প্রথমত মোদির সঙ্গে তার সময়মতো যোগাযোগ স্থাপনে অস্বীকৃতির বিষয়টি রয়েছে। ব্রিটেন, কানাডা ও ইউরোপীয় দেশগুলো বিজেপি নেতার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছে। মোদির প্রতি বর্তমান সরকারের বিরাগের ক্ষেত্রে পাওয়েলেরও সমর্থন রয়েছে বলে মনে করা হয়।
    দ্বিতীয়ত, ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের ঘটনা দিল্লীর মার্কিন দূতাবাসের কর্মকান্ডে ঠিকমতো প্রতিফলিত হয়নি। সেটাও কারণ হতে পারে।
    এর আগে পাওয়েল উগান্ডা, ঘানা, পাকিস্তান ও নেপালে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
    পাওয়েলের স্থলাভিষিক্ত হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত ইউএসএআইডির প্রধান রাজীব শাহ।বাসস