ভারতে থাকতে হলে গরুর গোশত খাওয়া ছাড়তে হবে

    0
    185

    “বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার মন্তব্য”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬অক্টোবরঃ ভারতে থাকতে হলে মুসলমানদের গরুর গোশত খাওয়া ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তার এই মন্তব্য  আজ (শুক্রবার) একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরেই দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে।

    উত্তর প্রদেশের দাদরির ঘটনাকে মনোহরলাল খাট্টার ভুল বোঝাবুঝির ফলে হয়েছে বলে আখ্যা দেয়ার পাশাপাশি তিনি বলেছেন,‘মুসলিমরা এ দেশে থাকতে পারে  কিন্তু তাদের গরুর গোশত খাওয়া ছেড়ে দিতে হবে।’ তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, গরু, গীতা এবং সরস্বতী এ তিনটি বিষয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের ধর্মীয় বিশ্বাসের প্রতীক।

    মনোহরলাল খাট্টারের আমলেই হরিয়ানায় গরু জবাই নিষিদ্ধ করে কড়া আইন প্রণয়ন করা হয়েছে। গরু জবাইয়ের ঘটনা প্রমাণিত হলে ১০ বছর জেলের পাশাপাশি গরুর গোশত খাওয়ার প্রমাণ মিললে ৫ বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

    খাট্টারের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেস মুখপাত্র মিম আফজাল বলেছেন, ‘মনে হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। মুসলমানরা কি ওনাদের দয়া দাক্ষিণ্য নিয়ে ভারতে থাকেন? এই দেশ বিজেপি বা খাট্টারের একচেটিয়া নয়।’

    সমাজবাদী পার্টির সাবেক নেতা কামাল ফারুকি-খাট্টরকে উদ্দেশ করে বলেছেন, ‘এ ধরণের কথা বলা বন্ধ করুন। তিনি আর এখন আরএসএস কর্মী নন। তিনি গণতান্ত্রিক দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দেশ তাদের সম্পত্তি নয় যে, কারা বসবাস করতে পারবেন আর কারা পারবে না তা ঠিক তিনি  করে দেবেন। এটা আমাদের দেশ এবং এ দেশের মালিক আমরা। কেউ যেন আমাদের হুমকি দেয়ার চেষ্টা না করে।’

    মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন,‘খাট্টারের মানসিকতা আক্রমণাত্মক জনতার মতো। তিনি যেন মনে রাখেন, মুসলিমরা দেশের  এক নম্বর নাগরিক হয়ে থাকবেন।’

    সমাজবাদী পার্টির নেতা আবু আজমি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, গোয়াতে তো বিজেপি সরকার রয়েছে সেখানে গরুর গোশত খাওয়ার অনুমতি রয়েছে কেন? আমার অনুরোধ, খাট্টার এ সব কথা বলে দেশকে ভাঙার চেষ্টা করবেন না। মুসলমানদের কারো মেহেরবানী করার প্রয়োজন নেই। এ দেশ কারো একার নয়, এ দেশ মুসলমানদের এবং মুসলমানরা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে ত্যাগ স্বীকার করেছে।’

    আরজেডি নেতা মনোজ বলেছেন, ‘খাট্টার ঠিক করবেন দেশে কে থাকবেন আর কে থাকবেন না? ওনার সাংবিধানিক জ্ঞান নেই। একদিন ছুটি নিয়ে সংবিধান পড়ুন।’

    কংগ্রেস নেতা রশিদ আলভী বলেছেন, ‘এ ধরণের মন্তব্য করে তার মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। আমি ওর ইস্তফা দাবি করছি।’ প্রধানমন্ত্রীর ওকে সরিয়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন রশিদ আলভী।

    এদিকে, দেশ জুড়ে তীব্র সমালোচনার মধ্যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সাফাই দিয়ে বলেছেন, তার মন্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। কাউকে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না। আমার মন্তব্যে কেউ আঘাত পেলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি।ইরনা