ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ১১ নারী-শিশু

    0
    281

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জুন,এম ওসমান:  অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর কারাভোগ শেষে ছয় নারী ও পাঁচ শিশু দেশে ফিরেছেন।বৃহস্পতিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।এদের বাড়ি চাঁদপুর, যশোর ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম খান জানান, ভালো চকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করে। কলকাতার হাওড়া রেল স্টেশন এলাকায় গিয়ে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের দুই বছর কারাদন্ড দেয়। সাজাভোগ শেষে কলকাতার ‘লিলুয়া শেল্টার হোম’ তাদের হেফাজতে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠায় বলে জানান ওসি আসলাম খান।

    ওসি আরও জানান, ভারত সরকারের দেওয়া বিশেষ পাশের মাধ্যমে তারা ফেরত আসেন।হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তা জানান।

    পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারী ও শিশুদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোরের কর্মকর্তাদেও কাছে হস্তান্তর করা হয়েছে।

    মহিলা আইনজীবী সমিতির কাউন্সিলর নুরুন্নাহার বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাদের নিজস্ব হোম ‘প্রশান্তিতে’ রাখা হবে। পরে প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।