ভারতে কারাভোগের পর ৪৮ যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্থান্তর 

    0
    195

    আমারসিলেট24ডটকম,১৭ডিসেম্বর,এম ওসমানঃ ভারতে ২ বছর কারাভোগের পর ৪৮ জন বাংলাদেশী যুবতীকে রোববার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো চাকুরীর আশায় ভারতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক ৪৮ জন বাংলাদেশী যুবতী।

    বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ভালো কাজের আশায় আড়াই বছর আগে ভারতে মুম্বাই শহরে যায় এসব বাংলাদেশী যুবতীরা। সেখানে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হয় তারা। ২ বছর কারাভোগের পর মুম্বাই ভিত্তিক বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশন ও মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর প্রচেষ্টায় এ সব যুবতীদের দেশে ফিরে আনা হয়।

    কারাভোগ শেষে তাদের ঠাই হয় মুম্বাই ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন রেসকিউ ফাউন্ডেশ’র শেল্টার হোমে। পরে উভয় দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের মধ্যে চিঠি চালাচালির পর রোববার রাতে ভারতীয় পুলিশ তাদের হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে। সকল আনুষ্ঠানিকতা শেষে রাতে পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবতীদের তাদের অভিভাবকদের কাছে তুলে দিতে “মানবাধিকার সংগঠন রাইটস” যশোর থানা পুলিশ’র কাছ থেকে তাদের গ্রহন করে আনুষ্ঠানিকভাবে। রাইটস যশোর নামে একটি মানবধিকার সংগঠন অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে পোর্ট থানা পুলিশের কাছ থেকে তাদের গ্রহন করেছে।

    রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক জানান, ফিরে আসা যুবতীদের মধ্যে রয়েছে যশোর ও নড়াইল জেলার ১০ জন করে, সাতক্ষীরা জেলার ৬ জন, গাজীপুর জেলার ৪ জন, ঢাকা, রংপুর, রাজবাড়ি, পিরোজপুর ও বাগেরহাট জেলার ২ জন করে এবং অন্যরা গাজীপুর, সিলেট, কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার নাগরিক।