ভারতে আটক ৩ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯মে,এম ওসমান: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ১ তরুণীসহ ৩ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুর ২টায় বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয় বিএসএফ।

    ফেরত আসা বাংলাদেশীরা হল, যশোর বাঘারপাড়ার রজব আলী মোল্যার মেয়ে পলি (১৬), মটবাড়িয়া গ্রামের দেবেন্দ্র সরকারের ছেলে সম্ভু সরকার (২০) ও ঢাকার মিরপুরের আব্দুর রাজ্জাকের ছেলে কামাল (২৫)।

    বেনাপোল  বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, পাচারকারীরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের অবৈধপথে ভারতে নিয়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে। পরবর্তীতে মানবিক কারণে হাজতে না পাঠিয়ে বিজিবি সদস্যদের হাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগ এনে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।