ভারতের ফাষ্টলেডী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে নড়াইলে স্মরণসভা

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২আগস্ট:ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে নড়াইলের তুলারামপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগষ্ট) দুপুরে শুভ্রা মুখার্জির মামাবাড়ি তুলারামপুর গ্রামের তুলারামপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

    নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর স্মরণে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন, তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
    পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসীন মোল্যার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, তুলারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মোল্যা, সাধারণ সম্পাদক অভ্র কুমার বিশ্বাস, শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ্বনাথ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রানীসহ অনেকে।

    উল্লেখ্য,ভারতের ফাষ্টলেডি শুভ্রা মুখার্জি নড়াইল সদর উপজেলার চিত্রা নদীর পাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহন করলেও তার শৈশব কেটেছে মামাবাড়ি তুলারামপুর গ্রামে। গত দুই বছর আগে তিনি স্বামী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিয়ে জন্মভিটায় বেড়াতে আসেন। তার সহযোগিতায় মামা বাড়ি এলাকায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের দু’টি ভবন, একটি কলেজে ৫তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল এবং তিনটি মন্দির নির্মাণ করা হয়।