ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন:কিশোর ফুটবলারদেরকে অভিনন্দন

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯আগস্ট:প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে পরাজিত করে ভারতকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।
    প্রথম মার্ধের খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্থে বাংলাদেশ এগিয়ে যায় ফাহিম মূর্শেদের গোলে। ৪৬ মিনিটে আরেক মিডফিল্ডার মোহাম্মদ শাওনের মাইনাস থেকে ফাহিমের শট বা প্রান্ত দিয়ে চলে যায় জালে। কয়েক মিনিটের মধ্যেই ভারত গোলটি পরিশোধ করে ফেলে। তবে পেলান্টিতে বাংলাদেশকে আটকাতে পারেনি ভারত। ট্রাইবেকারে ৩-২ এ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
    অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের এমন জয়ে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য ও জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ’র পক্ষ থেকে কিশোর খেলোয়াড়বৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
    আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য ও জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ এক অভিনন্দন বার্তায় বলেন, অনূর্ধ্ব-১৬ ফুটবল দলর বাংলাদেশ “ওয়াও, কি দারুণ জয়”। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ভারত অনূর্ধ্ব-১৬ দলকে হারিয়ে ইতিহাস গড়ল খুদে টাইগাররা। প্রথম শিরোপা জয় করে কিশোর ফুটবলাররা।