বড় স্কোরের ভিত গড়েছে অস্ট্রেলিয়া

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬মার্চঃ ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে একটু কেঁপে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে ধীরে ধীরে ব্যাট হাতে ভারতীয় বোলারদের শাসনের পথে উঠে আসছে স্বাগতিকরা। স্টিভেন স্মিথ ও অ্যারন ফিঞ্চের জুটি বড় স্কোরের ভিত গড়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির পর আউট হয়েছেন স্টিভেন স্মিথ। ৪৬ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ২৮৮রান।

    তিন নম্বরে ব্যাট হাতে আবারও দলের বিশ্বস্ততার প্রতীক হয়েছেন স্মিথ। তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের  চতুর্থ সেঞ্চুরি। যা বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি। ৫৩ বলে হাফ সেঞ্চুরি ও ৮৯ বলে ১০০ রান করেন স্মিথ। দ্বিতীয় উইকেটে ফিঞ্চের সঙ্গে ১৮২ রানের জুটি গড়েন তিনি। ভারতকে ব্রেক থ্রু এনে দিয়েছেন উমেশ যাদব। রোহিত শর্মার হাতে ক্যাচ দেওয়ার আগে স্মিথ ৯৩ বলে ১০৫ রানের (১১ চার, ২ ছয়) ঝকঝকে ইনিংস খেলেন। সপ্তম হাফ সেঞ্চুরি করেছেন অ্যারন ফিঞ্চও। শুরু থেকে একটু ধীরলয়ে খেলা ফিঞ্চের হাফ সেঞ্চুরি এসেছে ৮২ বলে।

     বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সিডনিতে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ১৫ রানেই এক উইকেট খুঁইয়ে বসে অস্ট্রেলিয়া। ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট বিলিয়ে আসেন। ওয়ার্নার ১২ রান করে যাদবের বলে কোহলির হাতে ক্যাচ দেন।

    ছয়বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া অতীতে। হারেনি একবারও। শুধু ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটি টাই হয়েছিল তাদের। অন্যদিকে ভারত পাঁচবার খেলে তিনবার জিতেছে। তার চেয়ে বড় কথা সিডনিতে অস্ট্রেলিয়ার সামনে ভারত বরাবরই খড় কুটোর মতো উড়ে গেছে। এই মাঠে দুদল ১৩ ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়া জিতেছে ১২টি। আর ভারত একটিতে।

    দুদলের একাদশেই কোনো পরিবর্তন আসেনি।