বড়লেখা ছাত্র মজলিসের কমিটি গঠন

    0
    224

    মনসুর আহমদ সভাপতি, আব্দুল করিম সেক্রেটারি

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪অক্টোবরঃ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। নতুন প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেয়ার নীলনকশা করছে সমাজে ভদ্রতার মুখোশধারী কিছু দুর্বৃত্তরা। সমাজে ভদ্রতার মুখোশধারী একশ্রেণীর লোকদের অর্থ শক্তির কাছে মেধাবীরা পরাজিত। প্রশ্নফাঁস জাতির জন্য আত্মঘাতী, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত ১৯ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার পশ্ন ফাঁস হয়েছে। এনিয়ে দেশজুড়ে চলছে আলোচনা, শিক্ষার্থী ও অভিভাবদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ, হতাশা ও অস্থিরতা। পরীক্ষার্থীরা টানা ১৩দিন ধরে রাজপথে তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও আন্দোলন অব্যাহত রেখেছে। প্রশ্নপত্র ফাঁসের কারণে শুধু মেধারই অবমূল্যায়ন হয় না, লেখাপড়ায় মনোনিবেশ হারিয়ে ফেলে শিক্ষার্থীরা। প্রশ্নফাঁস জাতির জন্য আত্মঘাতী। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় উপজেলার স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    অনুষ্ঠিত সমাবেশে ২০১৫-২০১৬ সেশনের বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বড়লেখা উপজেলা শাখার ২০১৫-২০১৬ সেশনের নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের নব মনোনীত সভাপতি মুহাম্মদ এহসানুল হক। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য পুনরায় সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন মনসুর আহমদ, সেক্রেটারি মনোনিত হন আব্দুল করিম। নব-মনোনিত সভাপতিকে শপথ করান ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক।

    সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের প্রাক্তন সভাপতি এম.এম আতিকুর রহমান প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ এহসানুল হক আরো বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য বিভিন্ন জাতীয় দৈনিকে প্রমাণসহ প্রকাশিত হওয়ার পরেও তড়িঘড়ি করে পরীা সম্পন্ন করে ফলাফল প্রকাশ এটা প্রকৃতপে দোষীদের সুরক্ষা দেয়া এবং অনিয়ম প্রশ্রয় দেয়ারই নামান্তর। প্রশ্ন ফাঁসের অভিযোগে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পুলিশ লাঠিপেটা দেশ ও জাতির জন্য চরম অবমাননা ও লজ্জার বিষয়! প্রশ্নপত্র কেন ফাঁস হয়? কে বা কারা এই অপকর্মের সঙ্গে জড়িত? সেটি অনুসন্ধান করে বিহিত ব্যবস্থা করার উদ্যোগ না নিয়ে উল্টো ছাত্র-ছাত্রীদের পেটানো এটা সরকারের জন্য শুভনীয় নয়!। পরবর্তী প্রজন্মকে বাঁচাতে এবং দেশ ও মেধাবীদের স্বার্থেই প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য ঘটনা যে কোনো মুল্যে রোধ করতে হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস বড়লেখা উপজেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক সোহায়েল আহমদ, অফিস ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি