বড়লেখায় পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ

    0
    275

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮সেপ্টেম্বর,হাবিবুর রহমান খান:মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ মো.শাহাব উদ্দিন এমপি।

    বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ। তিনি পূজামণ্ডপ পরিদর্শন কালে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, হুইপের সহকারি একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমদ, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ
    বাদশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উত্তর শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপিত আব্দুর রহমান বাবুল, সম্পাদক আক্তার হোসেন রহিম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাকের আহমদ প্রমুখ।

    প্রসঙ্গত, বড়লেখা উপজেলায় এবার ১৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৪টি ব্যক্তিগত।