বড়লেখায় আন্তর্জাতিক বিষয়াবলির উপর প্রশিক্ষণ

    0
    287

    করোনা আক্রান্ত বর্তমান বিশ্ব পার করছে বিভিন্ন সামাজিক সমস্যায় আর সেই সমস্যার কেন্দ্র বিন্দুতে রয়েছে যুবসম্প্রদায় | একদিকে যুবসম্প্রদায় যেমন এই সমস্যার ভিকটিম অন্যদিকে সেই যুবসমাজই এই সমস্যার সমাধানে অগ্রবর্তী | যুবসম্প্রদায়কে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের কাজে অংশগ্রহণের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে |

    গত ৩১ আগস্ট ২০২০ তারিখে যুবসম্প্রদায়ের জন্য বড়লেখা মহিলা মাদ্রাসায় আন্তঃধর্মীয় সহাবস্থান, বৈশ্বিক নাগরিকত্ব, ধর্মীয় সজ্ঞান ও মিডিয়া এবং তথ্য সাক্ষরতা বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা হয় | ফিনল্যাণ্ড ভিত্তিক সংগঠন দ্য নেটওয়ার্ক ফর রিলিজিয়াস এন্ড ট্রেডিশনাল পিস-মেকার্স এর কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয় যেখানে বড়লেখা থানার তারাদরম গ্রামের ২০ জন যুবক অংশগ্রহণ করেন |

    “এই প্রশিক্ষণ থেকে আমরা নিজেরা কিভাবে একসাথে শান্তিতে থাকতে পারি, ভুয়া সংবাদ যাচাই-বাছাই করতে পারি, বৈশ্বিক নাগরিকতা ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছি এবং আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করতে আগ্রহী |” বলেছেন তারাদরম গ্রামের যুবসংগঠক এবং উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী জনাব মাহমুদুল হাসান |

    ফেইথ ইন দা কমনওয়েলথ শীর্ষক এই প্রশিক্ষণটি কমনওয়েলথ, ইউনেস্কো-মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ এডুকেশন ফর পিস্ এন্ড সাসটেইনেবল ডিভেলমেন্ট, ইউনাইটেড নেশনস এলায়েন্স অফ সিভিলাইজেশন, কমনওয়েলথ ইয়ুথ পিস এম্বাসেডরস নেটওয়ার্ক এবং খলিলী ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত |