ব্রিটেন কার্ডিফে মহান শহীদও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    0
    205

    আমারসিলেট24ডটকম,২৪ফেব্রুয়ারী,রকিব মনসুরঃ  বাঙালি জাতির গৌরব ও গর্বের প্রতীক ১৯৫২-এর একুশে ফেব্রম্নয়ারি ১৯৯৯ সাল থেকে সমগ্র বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। ভাষা শহীদদের স্মরণে বিৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের প্রবাসী বাঙালিরা ইন্টরন্যাশনাল ল্যাংগুয়েজ মনুমেন্ট প্রজেক্ট প্রতিষ্টার লড়্গ্যে নিরলসভাবে কাজ করে চলছেন।
    প্রজেক্ট কমিটির উদ্যোগে ২৩ ফেব্রম্নয়ারি কার্ডিফ বাংলাদেশ সেন্টারে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র রাইট অনারেবল কাউন্সিলর ডেরিক মর্গান কাডিফের মনুমেন্ট প্রজেক্ট বাসত্মবায়নে তার পড়্গ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
    প্রজেক্ট কমিটির কনভেনার আনোয়ার আলীর সভাপতিত্বে এবং জয়েন্ট কনভেনার সেরম্নল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর লনা মর্গান, কাউন্সিলর আলী আহমদ, কাউন্সিলর দিলওয়ার আলী, মনসুর আহমদ মকিস, মোসত্মফা সালেহ লিটন, এম এ মালিক, হারম্নন তালুকদার, ডা. সৈয়দ আব্দুল লতিফ, আনা মিয়া প্রমুখ।
    পরিশেষে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।