ব্রিটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার দাবী

    0
    218

    সহ প্রবাসীদের বিভিন্ন সুবিধার জন্যে গ্রেটার সিলেট কাউন্সিলের সভা

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বর,তৌফিক আলী মিনার: প্যারিসে সন্ত্রাসী হামলার উপর তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা, বৃটিশ ভিসা অফিস দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে জোর দাবী, অবিলম্বে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবী, বার্মিংহাম ও ম্যানচেষ্টার থেকে পূনরায় বাংলাদেশ বিমনানের ফ্লাইট চালু করা, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরন, বাংলাদেশী পাসপোর্ট (এমআরপি) মেশিন রিডেবল পাসপোর্ট রিনিউ করার সহজ পদ্ধতির ব্যবস্থা করা, বাংলাদেশী পাসপোর্ট বানানোর জন্য বার্থ আইডি রেজিষ্টার নং সংগ্রহে বাংলাদেশ সংশ্লিষ্ট পুলিশি হয়রানী বন্ধ করতে হবে, এছাড়া প্রবাসী বাংলাদেশীদের সম্পত্তি বেদখলসহ প্রবাসীদের দাবী দাওয়া সম্ভলিত জাতীয় ইস্যু নিয়ে রোববার যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের সিক্সওয়ে সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহত সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে‘র জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন মো: নুরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কায়ছারের পরিচালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রিজিওনের নেতৃবৃন্দের অংশগ্রহনে উল্লেখিত বিষয়বস্তু নিয়ে ব্যাপক আলোচনা এবং সংগঠনের সদস্যপদ নবায়নের তারিখ ত্বরান্বিত, কেন্দ্রীয় অফিসের ব্যাপক কার্যক্রম বাড়ানোসহ সাম্প্রতিককালে প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানীর ব্যাপারে বিশেষ করে দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিটি এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে বৃটিশ পার্লামেন্টের স্থানীয় এমপিদের সাথে জিএসসির শাখা প্রশাখা রিজিওন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জোর লবিং ও স্বাক্ষর সংগ্রহ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী বছরের শুরুতেই বৃটিশ পার্লামেন্টে সর্বদলীয় এমপিদের নিয়ে ভিসা অফিসের ব্যাপারে ক্যাম্পেইন শুরু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১২টি রিজিওনের ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দও বার্মিংহামের স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলহাজ্ব আশরাফ আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন আলহাজ্ব মো: খসরু খান। সভায় আলোচনায় অংশ নেন জিএসসি পেট্রন যথাক্রমে কে এম আবু তাহের চৌধুরী ও প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব নাছির আহমদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মির্জা আসহাব বেগ, আলহাজ্ব ছোরাবুর রহমান, আলহাজ্ব কামরুল হাসান চুনু, আলহাজ্ব আব্দুর রকিব সিকদার, খন্দকার আব্দুল মছব্বির এমবিই, সাবেক কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব এনামুর রহমান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মকিস মনসুর আহমদ, হাবিবুর রহমান রানা, অর্গেনাইজিং সেক্রেটারী ইকবাল অহমদ চৌধুরী, ওমেন্স ওয়েলফেয়ার সেক্রেটারী টিভি প্রেজেন্টার ও সংবাদ পাঠক ডা: জাকি রেজওয়ানা আনোয়ার, প্রেস সেক্রেটারী আলহাজ্ব তৌফিক আলী মিনার, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব ফিরোজ খাঁন, এডুকেশন সেক্রেটারী মঞ্জুর রেজা চৌধুরী, ইন্টারন্যাশনাল এফেয়ার সেক্রেটারী আব্দুল মালিক কুটি, জয়েন্ট সেক্রেটারী এম এ আজিজ, জয়েন্ট প্রেস সেক্রেটারী এম এ গফুর, প্রেস সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী, নর্থ ওয়েস্ট জিএসসি চেয়ারপার্সন সৈয়দ মুজিবুর রহমান, সাউথ ওয়েস্ট রিজিওনের শেখ শাহজাহান আহমদ তরফদার, ওয়েস্ট মিডল্যান্ড সেক্রেটারী মো: ফখর উদ্দীন, মো: হারুনুর রশিদ, শাহ মোহাম্মদ শাফি, স্কটল্যান্ড রিজিওনের মো: নজরুল ইসলাম, বার্মিংহাম কমিউনিটি নেতা কাজী আঙ্গুর মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মো: আব্দুল কাদির আবুল, জিএসসি নেতা সুহেল আহমদ চৌধুরী, গোলাম মোস্তফা চৌধুরী, মো: মফিদুল গণি মাহতাব, মিজানুর রশিদ চৌধুরী, মো: সিতার আহমদ।

    এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স সাংবাদিকদের মধ্যে চ্যানেল এস এর আজাদ আবুল কালাম, রিয়াদ আহমদ, আশরাফ আহমদ, বাংলাটিভির মো: আলী, এটিএন বাংলার মো: জয়নাল ইসলাম, চ্যানেল আই এর আব্দুল আহাদ সুমন এবং স্থানীয় বাংলা কাগজের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ও জিএসসি মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মহসীন আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া পতœী বেগম আসমা কিবরিয়ার মৃত্যুতে জিএসসির কেন্দ্রীয়ভাবে শোক প্রস্তাব ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।