জুড়ী ব্রিগেডিয়ার আব্দুর রব এর ১৪ তম  মৃত্যুবার্ষিকী পালিত

    0
    260
    হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি: ডিজিএফআই এর সাবেক ডাইরেক্টর, এনএসআই এর সাবেক ডাইরেক্টর ও বিডিআর এর সাবেক ডিডিজি মৌলভীবাজার জেলার জুড়ীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রব (এনডিইউ/পিএসসি) এর ১৪ তম  মৃত্যুবার্ষিকী পালিত।
    শুক্রবার ২৩ আগষ্ট বেলা ২ ঘটিকার সময় মিসেস আবেদা রব ও পরিবারবর্গের আয়োজনে এবং দারুল উলূম মাদরাসা ও এতিমখানার চেয়ারম্যান সৈয়দ আব্দুর রফিক নাজমুর সার্বিক সহযোগিতায় জুড়ী বিশ্বনাথপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।
    এতে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুজাম্মেল হকের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন- উপজেলা অওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবি আনোয়ারুল ইসলাম পারুল, জুড়ী ইন্টারন্যাশনাল ইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, সাবেক শিক্ষক আব্দুস সহিদ, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সম্পাদক এম এ মহসিন মুহিন, ব্যবসায়ী ইমরুল ইসলাম, যুবদল নেতা নিপার রেজা প্রমুখ।
    এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।