ব্যালট পেপার সংরক্ষণের বাড়ি অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা

    0
    210

    আমারসিলেট24ডটকম,৩১জানুয়ারীঃ থাইল্যান্ডে নির্বাচনের মাত্র ২ দিন আগে বিরোধীরা ব্যালট পেপার সংরক্ষণের বাড়ি অবরুদ্ধ করে রেখেছে। আজ শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাজধানী ব্যাংকক থেকে দক্ষিণ অঞ্চলে ব্যালট পেপার পাঠালে সেখানকার  বাড়িটি অরুদ্ধ করে বিরোধীরা। শুরু থেকেই বিরোধীতাকারীরা নির্বাচন বয়কট করায় এ নির্বাচনে ক্ষমতাসীনরা জিতবে। তারা রাজনৈতিক ব্যাবস্থার সংস্কারের অংশ হিসেবে সরকারের পদত্যাগ দাবি করে আসছে।
    প্রসঙ্গত,প্রেসিডেন্ট ইনলাক সিনায়াত্রার বিরুদ্ধে আভিযোগ উঠে যে তিনি তার নির্বাসীত ভাইয়ের কথামতো দেশ পরিচালনা করেন। এ দাবি নিয়ে বিরোধীরা রাস্তায় নেমে আসে। প্রধানমন্ত্রী সিনায়াত্রার  পদত্যাগ ও আগাম নির্বাচন দাবি করে বিক্ষোভ করে বিরোধীরা। সরকার নির্বাচন দিলেও এখনো স্বপদে বহাল আছে।