‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

    0
    231

    নড়াইল প্রতিনিধি: “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই ” এ লক্ষ্যকে সামনে নিয়ে নড়াইলে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক শিক্ষা ও প্রচারনা মূলক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জনশক্তি ,কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অতিরিক্ত মহা- পরিচালক (কর্মসংস্থান) কে ,এম রুহুল আমিন।
    জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,আইনজীবি,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার ৫০ জন এ সময় উপস্থিত ছিলেন।
    সেমিনারে প্রধান অতিথি বলেন, বর্তমানে বাংলদেশের ১ কোটি ২৪ লক্ষ লোক পৃথিবীর বিভিন্ন দেশে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে প্রতিটি উপজেলা থেকে এক হাজার দক্ষ প্রমিককে বিদেশে পাঠাতে হবে , সে জন্য জনশক্তি ,কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো দেশের প্রায় প্রতিটি জেলায় দক্ষ জনশক্তি গড়ার জন্য কারিগরী প্রশিক্ষন কেন্দ্র তৈরী করে দক্ষ জনশক্তি গড়ার কাজ করছে। অদক্ষ জনশক্তি বিদেশে গেলে কি কি অসুবিধায় পড়তে পারে,সে বিষয়ে আমাদের সকলকে জনসচেতনা বৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে।