বেনাপোল সীমান্তে ১বাংলাদেশীকে কুপিয়ে জখম করেছে বিএসএফ

    1
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ফেব্রুয়ারী,এম ওসমান: বেনাপোল সীমান্তের বিপরীতে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বুধবার ভোর রাতে   কেতাব আলী (২৫) নামে এক বাংলাদেশী গরু রাখালকে ধরে নিয়ে কুপিয়ে জখম করে সীমান্তের মেইন ১৭/৭ নং পিলার এর কাছে ফেলে রাখে। সে বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আইতাল মল্লিকের ছেলে। তাকে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তী করা হয়েছে।

    পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, বিজিবির নিষেধাজ্ঞা উপেক্ষা করে চোরাই পথে বুধবার রাতে ৬/৭ জনের একটি বাংলাদেশী গরু রাখাল দল ভারত সীমানায় গরু আনতে যায়। ভোর রাতে বিএসএফ তাদেরকে ধাওয়া করলে অন্যরা বাংলাদেশে পালিয়ে আসলেও কেতাব আলী বিএসএফ হাতে ধরে পড়ে।

    পরবর্তীতে তাকে কুপিয়ে জখম করে মৃত্যু ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে।