বেনাপোল সীমান্তে বিএসএফে’র স্পিডবোটের আঘাতে বাংলাদেশী আহত  

    0
    252

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫এপ্রিল,এম ওসমানঃ যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র স্পিডবোটের আঘাতে সবুজ হোসেন (১৯) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। সীমান্তের পুটখালী এলাকায় শনিবার ভোর চারটার দিকে ইছামতি নদীতে এই ঘটনা ঘটে। আহত সবুজকে ভোর পাঁচটার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেনাপোলের কাগজপুকুর এলাকার শোয়েব আলীর ছেলে।

    সবুজের স্ত্রী স্বপ্না খাতুন জানান, ভোররাতে সবুজসহ ১২ বাংলাদেশী ইছামতি নদীর পুটখালী সীমান্ত দিয়ে ১২টি গরু নিয়ে আসছিলেন। এ সময় বিএসএফে’র একটি টহলদল স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে।

    তিনি জানান, বিএসএফে’র তাড়া খেয়ে ১১ জন নিরাপদে দেশে ফিরতে পারলেও সবুজ বোটের নিচে চাপা পড়েন। পরে এলাকাবাসী সবুজকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, স্পিডবোটের আঘাতে সবুজের ডান পা ভেঙে গেছে। বাম পা এবং নিতম্বের আঘাতও গুরুতর।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পর কমান্ডার নায়েক সুবেদার সামছুর রহমান বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’