বেনাপোল থেকে ২বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

    0
    214

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩মার্চ,এম ওসমানঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। গরু ব্যবসায়ীরা হলেন, খুলনার খানজাহান আলী থানাধীন মুশিয়ানি গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল (২২) এবং বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের রেজাউল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০)।

    ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানায়, গরু ব্যবসায়ী রুবেল ও আব্দুল্লাহ ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে গরু নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে আটকের বিষয়টি স্বীকার করে বিএসএফ জানায় তারেকে আটক করে বনগাঁ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।