বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশী

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭এপ্রিল,এম ওসমানঃ বিভিন্ন সময় পাচার হওয়া শিশুসহ ৫ বাংলাদেশী নারী-পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারত। বৃহস্পতিবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট পুলিশের ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেন।

    চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন। এর মধ্যে ১ শিশুসহ ৫ নারী-পুরুষকে  তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর মহিলা আইনজীবি সমিতিকে ৩ জন এবং যশোর মানবাধিকার সংস্থার হাতে ২ জনকে হস্তান্তর করা হয়।

    ফেরতকৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের সাধু মল্লিকের মেয়ে হাজারী মল্লিক (৩০) এবং তার শিশু পুত্র আকাশ বিশ্বাস (০৫), পটুয়াখালীর কলাপাড়া থানার নীলগঞ্জ গ্রামের হানিফ হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২২), সাতক্ষীরা সদরের শ্রী কলস এলাকার শাহাবুদ্দিনের মেয়ে জুলেখা খাতুন (২৮) ও একই এলাকার কালাম সানার মেয়ে সালমা খাতুন (২৬)।

    বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানায়, ১-৫ বছর আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। এরপর বিভিন্ন শহরে বাসা বাড়ীতে কাজ করতেন। এ সময় কলকাতার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে কোলকাতার জাবালা, সুকণ্যা ও সংলাপ নামের এনজিও সংস্থা তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে শেল্টার হোমে রাখে।

    পরে, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে  তাদের দেশে ফেরত আনা হয়।