বেনাপোল কাস্টমস হাউসে আবারো রাজস্ব আদায়ে ধ্বস

    0
    328

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মে,এম ওসমানঃ দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল কাষ্টমস হাউসে আাবারো রাজস্বে ধ্বস নেমেছে। চলতি অর্থ বছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল মাস পর্যন্ত) ৭৩ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে বলে কাস্টমস সুত্রে জানাগেছে।

    সুত্রে জানায়, লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৩ কোটি ৮৭ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ২ হাজার ২০ কোটি ৮৩ লাখ টাকা।

    কাস্টম সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের  জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১’শ ৯৩ কোটি ৭২ লাখ টাকা। সেখানে আদায়  হয়েছে ১’শ ৯৪ কোটি ২৭ লাখ টাকা। আগস্ট মাসে ১’শ ৯৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ২’শ ১ কোটি ৮৫ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ২’শ ২৭ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২’শ ৩৬ কোটি ৮১ লাখ টাকা।  অক্টোবর মাসে ১’শ ৬৫ কোটি ৭৪ লাখ টাকার বিপরীতে রাজস্ব আসে ১’শ ৬৪ কোটি ৪৬ লাখ টাকা। নভেম্বর মাসে  ১’শ ৬৭ কোটি ৬৬ লাখ টাকার বিপরীতে রাজস্ব আদায় হয় ২’শ ১৫ কোটি ৭৩ লাখ টাকা। ডিসেম্বর মাসে ১’শ ৯৭ কোটি ৮৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১’শ ৯০ কোটি ৭৭ লাখ টাকা। জানুয়ারী (২০১৫) মাসে ১’শ ৯৭ কোটি ২১ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১’শ ৭২ কোটি ৮৬ লাখ টাকা। ফেব্রুয়ারী মাসে ২’শ ১৭ কোটি ৭৭ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১’শ ৮৬ কোটি ৪৭ লাখ টাকা। মার্চ মাসে ২’শ ৫৯ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ২’শ ১৪ কোটি টাকা। এপ্রিল মাসে ২’শ ৬৯ কোটি ৪৮ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ২’শ ৪৩ কোটি ৬১ লাখ টাকা।

    এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন বলেন, চলতি বছরের শুরুতে ২০ দলের ডাকা লাগাতার অবরোধ আর দফায় দফায় হরতালের কারণে বেনাপোল কাষ্টমস হাউস রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে পারিনি। তবে, বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ব্যবসা বানিজ্য বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে এ ঘাটতি পুরণ করা সম্ভব হবে বলে তিনি জানান। এ সাথে কিছু সমস্যার কথাও তিনি জানান। তা বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকৃত ক্লিয়ারিং হাউস চালু হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কয়েকগুন বাড়বে বলেও তিনি আশাবাদী।

    তিনি আরো বলেন, রাসায়নিক পরীক্ষা ও আমদানিকৃত পণ্যের ওপর কাস্টম কর্তৃপক্ষ অতিরিক্ত লোড না চাপালে রাজস্ব আদায় বাড়বে কয়েকগুন। সকলের আন্তরিকতা থাকলে আমদানি-রফতানি কার্যক্রমের গতিশীলতা যেমন বাড়বে তেমনি সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।

    এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান জানান, দেশে যদি আবারও অবরোধ হরতাল আসে তাহলে আগামীতে রাজস্ব আদায়ে বড় ধরণের ধ্বস নামবে। আর যদি বর্তমান সমস্যা দ্রুত কেটে যায় তাহলে  রাজস্ব আদায়ে আবার গতিশীলতা ফিরে আসবে।