বেনাপোলে ৩ নারীকে হস্তান্তর করলো বিএসএফ

    0
    202

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১জুলাই,এম ওসমানঃ অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তের ওপারে আটক হওয়া বাংলাদেশী তিন নারীকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় বিএসএফ তাদের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।

    ফেরত আসা নারীরা হলেন-যশোরের সাইদ শেখের স্ত্রী সুমি (২৩), নওশের আলীর মেয়ে চম্পা খাতুন (২২) ও মান্দার গাজীর মেয়ে মোমেনা (২১)।

    বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েব সুদেবার আব্দুর রহিম জানায়, এরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্ত পার হওয়ার পর  বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে মানবিক কারণে ভারতীয় পুলিশের হাতে তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে ফেরত দেয়। বিজিবি সদস্যরাও মাঝে মধ্যে আটক ভারতীয় নাগরীককে পুলিশে সোপর্দ না করে সুসম্পর্ক রক্ষা ও মানবিক কারণে বিএসএফে’র কাছে ফেরত দেয় বলে জানান বিজিবি।

    ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।