বেনাপোলে ১৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

    0
    237

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯অক্টোবর,এম ওসমানঃ  যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ সীমান্ত পথে এদের বাংলাদেশ ফেরত দেওয়া হয়।

    ফেরত আসা বাংলাদেশিরা হলেন- নড়াইলের সাইফুলের ছেলে বুলবুল আহম্মেদ (২০), মোসলেম শেখের ছেলে জাহেদ শেখ (২৩), আনোয়ারের ছেলে ছাব্বির হোসেন (২৩), মাদারীপুরের মালেক শেখের ছেলে মামুন শেখ (২২), রাজু শেখ (৪২), কুমিল্লার মমিনুল হক (৪৩), বাগেরহাটের মান্নানের ছেলে আতিকুর রহমান (২৪), সোহাগের স্ত্রী মারুফা আক্তার (২০), আওয়াল গাজী (৬৪), আওয়ালের স্ত্রী আছিয়া বেগম (৫০), মেয়ে রেশমা আক্তার (১৮), বাহার শেখের স্ত্রী খাদিজা বেগম (২৫),  ছেলে শামিম (০৩), ফরিদপুরের মালেক খার স্ত্রী আমেনা বেগম (৪০), ভোলার আল মামুনের স্ত্রী জামিনা বেগম (২৮) ও টাঙ্গইলের আব্দুল জলিল (৫৪)।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দীন জানান, আটক বাংলাদেশিরা সীমান্ত পথে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার করছিল। এ সময় বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

    পরে মানবিক কারণে তাদের ভারতীয় পুলিশে সোপর্দ না করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)  অপূর্ব হাছান বলেন, ফেরত আসা বাংলাদেশি নারী-পুরুষদের শুক্রবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।