বেনাপোলে সোনার বাংলা আবাসিক হোটেল নারীসহ আটক ৪

    0
    272

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্টঃ বেনাপোল স্থলবন্দরের চেকপোষ্ট এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে দেহ ব্যবসার অভিযোগে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

    সোমবার রাতে সীমান্তে কর্তব্যরত গোয়েন্দা সংস্থা এন,এস,আই ও ডিজিএফআই’র তর্থের বিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ সোনার বাংলা আবাসিক হোটেল থেকে তাদের আটক করে।

    আটকরা হলেন, রাজবাড়ির শুকুর মোল্লার মেয়ে রোমা (২২), চাঁদপুরের হানিফের মেয়ে মালা (২১), নোয়াখালীর আকবরের ছেলে আকাশ (২৫) ও বেনাপোলের রফিকের ছেলে ইসরাফিল (২৮)।

    পুলিশ জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্তের সোনার বাংলা আবাসিক হোটেলের মালিক আবু তালেব দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের নিয়ে এসে দেহ ব্যবসার পাশিাপাশি ভারতে পাচার করে থাকে। এধরনের অভিযোগ পেয়ে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করা হয়। এসময় হোটেল মালিক আবু তালেবসহ অন্যান্য নারীরা গোঁপনে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রহিম জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

    এদিকে পোর্ট থানা পুলিশের মাসিক মাসোহারায় বেনাপোলের ৩টি আবাসিক হোটেল সোনার বাংলা, হোটেল মাহাবুব, মউ আবাসিক হোটেলে প্রকাশ্যে দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। মাঝে মধ্যে লেনদেনের হিসাবে গরমিল হলে তখন লোক দেখানো অভিযান চালিয়ে আটক দেখানো হয়। তবে হোটেল মালিকসহ প্রকৃত অপরাধীরা সব সময় থাকে ধরা ছোঁয়ার বাইরে।