বেনাপোলে সিএন্ডএফ ব্যবসায়ীর ১১লক্ষ টাকা ছিনতাইয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪এপ্রিল,এম ওসমানঃবেনাপোলের সোনালী ব্যাংকের সামনে থেকে সিএন্ডএফ  এজেন্ট ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১১ লক্ষ টাকা উদ্ধারের দাবীতে সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বেনাপোল কাষ্টম হাউসের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন।

    এক ঘন্টা মানববন্ধন শেষে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন বলেন, সিএন্ডএফ ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১১ লক্ষ টাকা উদ্ধারের দাবিতে আগামী বুধ ও  বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস এবং বন্দরে প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করা হবে। আর এই টানা ৪৮ ঘন্টার মধ্যে উক্ত টাকা উদ্ধার না হলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্দরের আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

    এ মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সিএন্ডএফ নেতা আলহাজ্ব মহসিন মিলন, আলহাজ্ব জামাল হোসেন, আলহাজ্ব এনামুল হক মুকুল, তৌহিদুর রহমান, ফারুক হোসেন উজ্জল, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতা আমিরুল ইসলাম প্রমুখ।

    এ মানব বন্ধনে যে সাতটি সংগঠন অংশ গ্রহন করেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বেনাপোল আমদানি-রপ্তানীকারক সমিতি, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এবং যশোর জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরী শ্রমিক ইউনিয়ন।