বেনাপোলে দুই কোটি টাকার মূর্তি ও বিভিন্ন পণ্য জব্দ

    0
    287

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর,এম ওসমান: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে প্রায় ২ কোটি টাকা মুল্যের কৃষ্ণ ও রাধা মুর্তী ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

    শনিবার সকাল ১১ টায় বেনাপোল বাজার ও চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে এসব পণ্য আটক হয়।

    বিজিবি জানায়, শনিবার সকালে তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুটি ভ্যান যোগে অবৈধ ভাবে পণ্য নিয়ে এপারে আসছে। এসময় বিজিবি সদস্যরা ভ্যান দুটি তল্লাশী চালিয়ে পিতলের তৈরী ৬০ টি কৃষ্ণ ও রাধা মুর্তী, ৭০টি কাস্টিং মুর্তি,৫ কেজি চন্দন কাঠ,৮০কেজি মুলতানি মাটি,২০টি কাসার পাত্রসহ বিপুল পরিমানের কসমেটিক পণ্য আটক করে। অপর দিকে শুক্রবার গভীর রাতে বেনাপোল বাজারে বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে ১৫০ কেজি ওজনের লাল চন্দন কাঠ আটক করে। আটককৃত এসব পণ্যের বাজার মুল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে জানায় বিজিবি।

    বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত পণ্য পরবর্তীতে কাস্টমস শাখায় জমা দেওয়া হবে।