বেনাপোলে তিন কিশোরকে ফেরত বিএসএফ’র

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১সেপ্টেম্বর,এম ওসমান: যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক তিন কিশোরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) সদস্যরা। বৃহস্পতিবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তপথে এই তিন কিশোরকে ফেরত দেয় বিএসএফ।

    ফেরত আসা কিশোররা হলো, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মলিন্দ্র বৈদ্যের ছেলে সঞ্জিত বৈদ্য (১৭), রবি বৈদ্যের ছেলে রতন বৈদ্য (১৬) ও মাদারীপুরের রাজৈর উপজেলার সুনিল গোলদারের ছেলে সুজন গোলদার (১৬)।

    ফেরত আসা কিশোর সঞ্জিত বৈদ্য বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার সজল নামে এক দালালের মাধ্যমে তারা জন প্রতি ৪ হাজার টাকা দিয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে বৃহস্পতিবার সকালে ভারতে পার করে। এ সময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে পরবর্তীতে রাতে আবার সীমান্ত পথে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পুটখালী ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন তিন কিশোর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যরা রাত ৯ টায় দিকে ফেরৎ দেয়। রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বলেন, তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো  হবে বলেও জানান তিনি।