বেনাপোলে জমিজমা সংক্রান্ত বিরোধে চাচীর হাতে ভাতিজা খুন

    0
    276

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১এপ্রিল,এম ওসমানঃ বেনাপোলের শিবনাথপুর গ্রাম থেকে জামাল হোসেন (৩৪) নামে এক যুবককের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হত্যার অভিযোগে নিহতের চাচী মনোয়ারা বেগম(৫০)কে আটক করা হয়। নিহতের চাচা রমজানকে গুরুতর আহতবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার সকাল ১১টার সময় বেনাপোলের শিবনাথপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে স্থানীরা জানান।

    স্থানীয়রা আরো জানান, পৈত্তিক ভিটায় ঘর বাঁধাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে কলহ বাধে। এ সময় চাচী মনোয়ারা খাতুন দৌড়ে গিয়ে পাশে থাকা খঢ় (বিচালী) কাটা বটি দিয়ে জামাল হোসেন(৩৪) নামে ভাতিজার গলায় কোপ মেরে টান দেয়। ঘটনা স্থলেই জামালের গলা থেকে মাথা ঝুলে পড়লে সে মারা যায়। জামালের পরিবারের অন্যান্য সদস্যরা চাচা রমজানকে কুপিয়ে এবং চাচী মনোয়ারাকে মারপিঠ করে আহত করে।

    পুলিশ ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে এবং চাচা রমজানকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপালালে নিয়ে যায়। এ সময় হত্যার অভিযোগে নিহতের চাচী মনোয়ারাকে আটক করে পুলিশ।

    বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে জামাল নামের এক যুবককে তার চাচী মনোয়ারা বেগম কুপিয়ে নিসংশভাবে হত্যা করে।

    এ ঘটনায় আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি এবং অভিযুক্ত মনোয়ারাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।