বেনাপোলে কোটি টাকার হেরোইনসহ আটক-১

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮মে,এম ওসমান: বেনাপোল সীমান্তের সাদিপুর সড়ক থেকে কোটি টাকা মুল্যের এক কেজি হেরোইনসহ কালু (৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

    রোববার(১৭ মে) রাত সাড়ে ৮ টার সময় বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে হেরোইন নিয়ে বেনাপোলে আসার পথে চেকপোস্টের মুখে ব্রিজের উপর থেকে পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ সঙ্গীয় এএসআই নূরে আলম, কনস্টেবল এখলাস, ইমরুল ও জামালের সহযোগিতায় তাকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ী পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত আমির বক্সের ছেলে।

    বেনাপোল পোর্ট থানার এএসআই নূরে আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে হেরোইনের একটি চালান বেনাপোলের সাদিপুর সীমান্ত পথে এপারে প্রবেশ করেছে। পরে ওই সীমান্তে অভিযান চালিয়ে এসআই দীন মোহাম্মদের নেতৃত্বে কালু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ১২টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।

    আটক মাদক ব্যবসায়ী জানিয়েছে, ভারতের বঁনগা থানার জয়ন্তিপুর গ্রামের আলী হোসেন নামে এক ব্যক্তি তারকাটা পার করে এই হেরোইন তার কাছে দিয়েছিল বেনাপোল বাজারে পৌঁছে দেওয়ার জন্য।

    তিনি আরো জানান, এ হেরোইনের মূল মালিক তার শ্যালক নড়াইলের শামছুর মোড়লের ছেলে সোয়াইব।

    বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,  আটককৃত হেরোইনের বাজার মুল্য ১ কোটি টাকা। আটককৃত আসামীর সাথে কারা জড়িত রয়েছে তা জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।