বেনাপোলে কাস্টমস-সিঅ্যান্ডএফ কর্মচারীদের সংঘর্ষে আহত-৩  

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪মার্চ,এম ওসমানযশোরের বেনাপোলে ঘুষ নেওয়াকে কেন্দ্র করে চেকপোষ্ট কাস্টমস ও সিঅ্যান্ডএফ কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এ ঘটনা ঘটে।

    এদিকে, সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে আধাঘণ্টা আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

    প্রত্যক্ষদর্শীরা  জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট এ আর এন্টার প্রাইজের কর্মচারী নজরুল ও কাজ এন্টার প্রাইজের কর্মচারী কবীর তাদের এক আমদানিকারক পাসপোর্টযাত্রীকে সঙ্গে নিয়ে চেকপোস্ট কাস্টমসে ঢোকেন। এসময় তাদের সঙ্গে সামান্য মালামাল থাকায় কাস্টমসের সিপাই আব্দুল্ল্যাহ ও অপূর্ব মোটা অংকের টাকা দাবি করেন। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতা-হাতি হলে কাস্টমস সিপাইরা সিঅ্যান্ডএফে’র দুই কর্মচারীকে আটকে রেখে মারপিট করে।

    বিষয়টি সিঅ্যান্ডএফ কর্মচারীরা জানতে পেরে এর প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেন।

    এরপর সিঅ্যান্ডএফ কর্মচারীরা চেকপোস্ট কাস্টমসে ঢুকে সিপাই অপূর্বকে মারপিট করে নজরুল ও কবীরকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় ৩ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয় ও আধাঘণ্টা পর আমদানি-রফতানি বাণিজ্য সচল হয়।

    বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার নুরুজ্জামান  জানান, ঘুষ বাণিজ্য নয়, ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান  জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।