বেনাপোলে গাছকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-২ঃআহত-৫

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪এপ্রিল,এম,ওসমানঃ যশোরের বেনাপোলে গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে শার্শা উপজেলার বেনাপোলের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রঘুনাথপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাবেক মেম্বর আব্দুল্লাহ (৫২) ও একই গ্রামের মৃত খলিলের ছেলে বুদো (৫৫)।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ে ভেঙ্গে পড়া গাছ কাটা নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ নাসির ও আলাউদ্দিনসহ তাদের লোকজনের সাথে আব্দুল্লাহ ও তারপক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত হন। আহত বুদোকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৫ জন।

    এদের মধ্যে নিহত আব্দুল্লাহ’র ছেলে সুমন (২৫), একই গ্রামের তসির উদ্দিনের ছেলে আজগর আলী (৫৮), গোলাম সরদারের ছেলে হাফিজুর (৪৫) ও শাইজুলের ছেলে আব্দুল্লাহ (১৮)কে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে ২জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।