বেনাপোলের পুটখালী সীমান্তে ১০পিছ স্বর্ণের বারসহ আটক-১

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৫সেপ্টেম্বর,এম ওসমান, বেনাপোল : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শনিবার বেলা ১২ টার সময় ১০ পিছ স্বর্ণের (১কেজি) বারসহ তৌহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ¯¦র্ণ পাচারকারি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এ বিষয়ে আটক তৌহিদুল ইসলাম জানায়, উদ্ধারকৃত স্বর্নের প্রকৃত মালিক পুটখালী গ্রামের আলতাফ সর্দারের ছেলে কামাল হোসেন এবং সে স্বর্ন বহনকারি শ্রমিক।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৩ ব্যাটালিয়নের পুটখালী কোম্পানী ক্যাম্প কমান্ডার সুবেদার সফিউদ্দিন হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে ¯¦র্ণ পাচারের উদ্দেশ্যে একটি যুবক পুটখালী সীমান্তের বটতলা পোষ্ট দিয়ে বাইসাইকেল যোগে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাইসাইকেল চালক তৌহিদকে দাঁড় করিয়ে তার দেহ তল্লাশি করা হয়।

    পরে তার স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় লোকানো ১০ পিছ (১কেজি) স্বর্নের বার উদ্ধার করা হয়। আটক তৌহিদকে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বেনপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।